আমি ইঞ্জিঃ জাকারিয়া শাকিল, একজন প্রযুক্তিবিদ (Tech savvy)। যদিও ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেছি কিন্তু আমার ওয়েব ডেভেলপমেট, ডিজিটাল মার্কেটিং, ব্লগিং আর ডিজাইন করতেই ভালো লাগে। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমি এসইও, ওয়েব ডেভলপিং ইত্যাদিতে আগ্রহী হওয়া শুরু করি প্রথম ২০১০ সালে ব্লগস্পট প্ল্যাটফর্মে একটি নিজস্ব ডোমেন দিয়ে আমার নিজের ব্লগ চালু করেছিলাম ২০১১ সময়টি ব্লগটি ডিজাইনের জন্য ১২৮ কেবি পিএস এর ইন্টারনেট ব্যবহার করছিল এবং এতে ৬ মাস লেগেছিল এটি শেষ করতে। 😀 এভাবেই আস্তে আস্তে নিজে নিজে ওয়েব ডিজাইন শিখার শুরু করেছিলাম। তারপর ত অনেক বছর আর অনেক সময়…। কোর্স করা আর ঠেকে শেখা……।। এভাবেই আজকের এই আমি। তাই আমি নিজেকে, মুলত একজন ডিজিটাল মার্কেটের (Digital Marketer), উদ্যোক্তা (Entrepreneur), এসইও এক্সপার্ট (an SEO Expert), ফ্রিলান্সার হিসেবেই পরিচয় দিতে চাই।
বাঁধাধরা জীবন আমার ভাল লাগেনি, স্বাধীনতা আমাকে খুবই টানত। তাই কখনো সরকারি জবে আবেদন করেনি। শুধুমাত্র স্বাধীনভাবে কিছু করার জন্য, অনিশ্চয়তার পথে যাত্রা শুরু করি এবং ফ্রিলান্সিং করার সিন্ধান্ত নেই। স্বাধীন ভাবে বাংলাদেশ এবং বিশ্বের অনেক আইটি কোম্পনিতে চাকুরী করার অভিজ্ঞতা আমার আছে। তাই আমার একই সাথে ফ্রিলান্সিং এবং আই টি (Top IT Company) সেক্টরে চাকুরী করার অভিজ্ঞতা আছে। মাঝে অবশ্য কিছুদিন ছোট খাট ব্যাবসাও করেছি, মুলত টিকে থাকার জন্য। অবসর সময়ে আমি একটু আদটু লেখালখি করি। আমি পেশাদার লেখক না, মনের আনন্দে লিখি। মুলত ফ্রিলান্সিং বিষয়ে বেশি লেখালেখি করি, চেষ্টা করি নতুনদের গাইডলাইন দেয়ার। এর বাহিরেও সমাজ এবং সমসাময়িক বিষয় নিয়ে লিখি। তাই একসময় বাংলাদেশের সবচেয়ে বড় বাংলা ব্লগ কমিউনিটি সামহোয়্যার ইন…ব্লগ এ লেখালেখি করতাম।
আমি নিজেকে, মুলত একজন ডিজিটাল মার্কেটের , উদ্যোক্তা , এসইও এক্সপার্ট আর ফ্রিলান্সার হিসেবেই পরিচয় দিতে চাই।
যাই হোক, এখন আমি গুগল সার্টিফাইড ডিজিটাল মার্কেটের এবং সার্টিফাইড ওয়েব ডেভেলপার। একটা আইটি কোম্পানীতে প্রজেক্ট ম্যানাজার হিসেবে দায়িত্ব পালন করছি। গত ৮ বছর ধরে দেশ এবং দেশের বাহিরের অনেক বিখ্যাত কোম্পানির প্রায় ৪৮০+ প্রজেক্ট কমপ্লিট করেছি।
আমি আই টি সেক্টরে আছি আজ প্রায় ১০ বছর। আমি গত পাঁচ বছর ধরে ডিজিটাল মার্কেটিং ( বিপণন) এ আছি। ডিজিটাল মার্কেটের হিসেবে এবং ই-কমার্স ইন্ডাস্ট্রিজে থাকার জন্য বাংলাদেশে ইন্টারনেটের গত কয়েক বছরের পরিবর্তন দেখেছি।
আমি আসলে সবসময় পড়তে; আর নতুন কিছু শিখতে ভালো লাগে। তাই আমি কাস্টমাইজড আর রিসারস করতেই সময় কেটে যায়। আমি টাকাকে কিছু শেখার থেকে বেশি মুল্য দেই না – তাই হয়ত টাকা পয়সা এতো নেই আমার। কিন্তু টাকার পিছনে ঘুরলে হয়ত নতুন কিছু সম্পর্কে জানতে পারতাম না বা ইচ্ছাই থাকত না। আসলে আল্লাহ্ যা করে সেটা আমাদের ভালোর জন্যই করেন।
পরিশেষে, আমি বলতে পারি যে ইন্টারনেট ব্যবহারকারী আমাদের দেশে অনেক বাড়ছে। আজকের অনলাইন প্রজন্ম যে কোনও কিছুর ব্যবসায়ের বিকল্প হতে চলেছে, কারণ তরুণ প্রজন্ম এই অনলাইন বিশ্বকে ভালবাসে। সুতরাং আপনি ডিজিটাল বিপণন বা ডিজিটাল মার্কেটিং কে এবং এসইও এর শক্তি উপেক্ষা করতে পারবেন না। তাই আপনার ব্যবসাকে এখনি ডিজিটাল দুনিয়ার শক্ত জায়গাতে নিয়ে নিন। আর হ্যাঁ তার জন্য আপনার সার্টিফাইড ডিজিটাল মার্কেটের এবং সার্টিফাইড ওয়েব ডেভেলপার লাগবেই।
আমার ইচ্ছা একজন বিশ্ব মানের ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হওয়া। কিছু কোম্পানীকে সেরা কোম্পানিতে রূপান্তর করা। পরিশেষে উদ্যোক্তা হিসেবে সমাজের সেবা করা, নিজের পরিবার, সমাজ তথা দেশের উন্নয়নে কাজ করা। টিচিং এর মাধ্যমে ভাল কাজের ব্যাপারে সবাইকে উদ্বুদ্ধ করা। সবার একান্ত সহযোগিতা কামনা করছি।
You cannot copy content of this page